দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাদিকুর রহমান ও অধ্যাপক ড. ফারুক হাসানের মধ্যে এই ঘটনা ঘটেছে। পরে এই ঘটনার পর উভয়জন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন; একজন মগ-পিরিচ ছুঁড়ে মারারও অভিযোগ করেছেন। অপরজন অভিযোগ তুলেছেন, তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। অধ্যাপক ড. সাদেকুর রহমান অভিযোগ করে জানান, বিভাগের পিয়নের মাধ্যমে তিনি জানতে পারেন যে অধ্যাপক ফারুক হাসান তাকে দেখা করতে বলেছেন। পরে তিনি অধ্যাপক ফারুক হাসানের চেম্বারে গেলে সেখানে উপস্থিত না থাকায় বেরিয়ে আসার সময় তার দেখা মেলে। পরে ফারুক হাসান তাকে নিয়ে পুনরায় তার চেম্বারে প্রবেশ করেন। অধ্যাপক সাদিকুর রহমান বলেন, অধ্যাপক ফারুক হাসানের চেম্বারের...