বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির সবশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। দায়িত্ব ছাড়ার আগে বিসিবির কোষাগারে প্রায় ১৪শ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি। বিসিবি সবশেষ সাধারণ সভা সন্ধ্যা সাড়ে ৬টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে ৯টার পর। পরে মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। এদিন বেশ কিছু বিষয় নিয়ে এদিন খোলাসা করেছেন দুজনে। সংবাদ সম্মেলন জুড়ে বেশিরভাগ আলোচনাই ছিল বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশনের দেয়া সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টায় কাউন্সিলর লিস্ট প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। তাই শিডিউল রি-অ্যাডজাস্ট করা হতে পারে বলে জানিয়েছেন ইফতেখার রহমান। বিসিবির এই পরিচালক জানিয়েছেন, কোষাগারে ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি। এছাড়া...