প্রযুক্তি দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতা সার্বক্ষণিক। প্রযুক্তি কোম্পানিগুলো বাইরে থেকে শত্রু মনে হলেও ভেতরে ভেতরে একে অপরের ওপর নির্ভরশীল। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব প্রযুক্তি দুনিয়ার দিকে তাকালে আমরা প্রায়ই দেখি প্রতিদ্বন্দ্বিতার এক চরম চিত্র। অ্যাপল বনাম স্যামসাং, মাইক্রোসফট বনাম গুগল, প্লেস্টেশন বনাম এক্সবক্স এসব নাম শুনলেই মনে হয় যেন তারা একে অপরের ঘোর শত্রু। কিন্তু পর্দার আড়ালে গল্পটা অনেক আলাদা। আসলে, টেক কোম্পানিগুলোর সম্পর্ক অনেকটা এমন বাইরে থেকে শত্রু, ভেতরে থেকে বন্ধু। আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য কাহিনি শোনাব, যা প্রমাণ করে প্রযুক্তি জগতে কেউ চিরশত্রু নয়, আবার কেউ চিরবন্ধুও নয়। অ্যাপল এবং স্যামসাং স্মার্টফোনের বাজারে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী। বছরের পর বছর ধরে তাদের মধ্যে পেটেন্ট নিয়ে আদালতে অসংখ্য মামলা হয়েছে। আইফোন এবং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীরা প্রায়ই নিজেদের পছন্দের...