বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে গত এক বছরে তিতাস গ্যাসের ৬২ হাজারের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ৩০২টি শিল্প, ৩৮২টি বাণিজ্যিক ও ৬১ হাজার ৪৫৯টি আবাসিক গ্যাস সংযোগ। এছাড়া একই সময়ে উচ্ছেদ করা হয়েছে প্রায় ২৫৮ কিলোমিটার অবৈধ পাইপলাইন। এছাড়া বিল বকেয়ার কারণে ১৩ হাজার ৫৬৩টি গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়। তিন শ্রেণির গ্রাহকের কাছে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত তিতাসের পাওনা ৩৪ হাজার ২২৫ কোটি টাকা। বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নামে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৩৯৪টি মোবাইল কোর্ট এবং এক হাজার ৫২টি নিজস্ব অভিযান চালানো হয়। এদিকে ২০২৩-২৪ সালেও এ ধরনের অভিযান পরিচালিত হয়। সে সময় শিল্পে ৩৮টি, বাণিজ্যিকে ৩৮টি এবং আবাসিকে ৬০ হাজারের বেশি লাইন কাটা হয়।...