শত শত কোটি টাকার আপত্তি ফাইলবন্দি, অনাপত্তিপত্র পাওয়া সেবাপ্রার্থীরাও চরম ভোগান্তির শিকার ঋণ জালিয়াতিসহ নানা অনিয়মের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ১৫শ কোটি টাকা বের করে নিয়েছে কতিপয় গ্রাহক। ব্যাংক খাতের বড় এ দুর্নীতির ঘটনা শনাক্ত করেছে ‘বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) অফিস। কিন্তু অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। কারণ একবছরের বেশি সময় জাতীয় সংসদ কার্যকর না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আইন অনুযায়ী এ ধরনের অডিট হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে নিষ্পত্তি করার বিধান রয়েছে। এদিকে এ কারণে সংসদীয় কমিটিতে উত্থাপন করতে না পারায় আপত্তিসংক্রান্ত জনগুরুত্বপূর্ণ অনেক বিষয়ও চূড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এর ফলে অডিট আপত্তির মুখে আটকে থাকা সরকারি বিভিন্ন দপ্তরের নাগরিক সেবাও ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের অনেক...