ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলে এগোচ্ছে বিএনপি। এরই মধ্যে তফশিলের আগেই ৩শ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে প্রার্থী নির্ধারণে নির্ভার দলটি এবার ৮৭টি আসনের দিকে বিশেষ নজর দিচ্ছে। বিগত সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে, এসব আসনে অধিকাংশ জায়গায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগসহ তিনটি দলের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তাই ধানের শীষে ভোট টানতে দেখেশুনে এলাকার জনপ্রিয় নেতাদের প্রার্থী করার পরিকল্পনা করছে বিএনপি। এরই অংশ হিসাবে আসনগুলোতে ইতোমধ্যে প্রার্থীরা প্রচারণা চালাতে মাঠ চষে বেড়াচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি সূত্রে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, যশোর, সাতক্ষীরা, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ,...