পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান ডেম্বেলে। ফরাসি জায়ান্টদের ট্রেবল জয়ের পথে রেখেছেন অন্যন্য অবদান। তাতে প্রথমবারের মত জিতলেন ফ্রান্স ফুটবল সাময়িকীর বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন ২৮ বর্ষী ফ্রান্স তারকা। মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতেছেন তিনি। ছেলেদের ফুটবলে কেবল দুজন এই কীর্তি গড়তে পেরেছেন। মিচেল প্লাতিনি ও লিওনেল মেসি টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছেন। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি সাবেক রোনালদিনহো। আইতানা বোনমাতির হাতে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার তুলে দেন ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক স্পেন ও বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। ফুটবলে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ...