ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় অংশের বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ হিসেবে কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ভাঙা এবং বড় বড় গর্তে ভরা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াতকারী পর্যটকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কের এই করুণ অবস্থা সম্পর্কে তারা বারবার...