পাল্লা ভারী ছিল উসমান দেম্বেলের দিকেই। পিএসজির জার্সিতে অনবদ্য এক মৌসুম কাটানোর পর তাকে পেছনে ফেলা কঠিন ছিল বাকি ফুটবলারদের জন্য। তারা সেটি পারেওনি। প্যারিসের থিয়েটার দ্যু শাতলের আলো ঝলমল মঞ্চে সব আলো নিজের করে নিয়েছেন দেম্বেলে। প্রথমবারের মতো পেয়েছেন ব্যালন ডি'অর জয়ের স্বাদ। মঞ্চ তার জন্য প্রস্তুত ছিল। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো যখন ঘোষণা করেন দেম্বেলের নাম, তখন পূর্ণতা পেয়েছে থিয়েটার দ্যু শাতল। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাঝরাতে (ফরাসি সময় সোমবার রাত ১১টা) দেম্বেলে পেয়েছেন সেরাদের সেরার খেতাব। ইউরোপিয়ান ফুটবলের নতুন রাজা এখন পিএসজির এই ফরাসি তারকা। নাটকীয় কিছু না ঘটলে তার হাতেই উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর, এটি প্রায় সবার জানা ছিল। ২০২৪-২৫ মৌসুমে ট্রেবলজয়ী পিএসজির হয়ে ফরাসি উইঙ্গার অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন। ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৪টি...