প্যারিসের শাতলে থিয়েটারের আলো-ঝলমলে মঞ্চে সোমবার রাতে আবারও ইতিহাস লিখলেন আইতানা বোনমাতি। টানা তৃতীয়বারের মতো জিতে নিলেন ব্যালন ডি’অর, এমন কীর্তিতে তিনি ছুঁয়েছেন ফুটবলের কিংবদন্তি জোহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ভ্যান বাস্টেনকে। আধুনিক সময়ের মহাতারকা লিওনেল মেসি (৮ বার) আর ক্রিশ্চিয়ানো রোনালদো (৫ বার) ছাড়া আর কেউ এত ধারাবাহিকভাবে সেরা হওয়ার মুকুট নিজের মাথায় পরতে পারেননি।বার্সেলোনার এই সর্বগুণসম্পন্ন মিডফিল্ডার গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হোঁচট খেয়েছেন। তবে সেখানেও নিজের আলো ছড়িয়েছেন—দুটি প্রতিযোগিতাতেই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি কুড়িয়ে নিয়েছেন। যা তার সামগ্রিক অবদানকে দিয়েছে আরও উজ্জ্বল রূপ।ট্রফি হাতে নিয়ে বনমাতির কণ্ঠে ছিল আবেগের ছোঁয়া— ‘এই মঞ্চ এখনো আমাকে ভীত করে তোলে। যদি পারতাম, এই পুরস্কার সবার সঙ্গে ভাগ করে নিতাম।...