একসময় যাকে বলা হতো অনিয়মিত, শৃঙ্খলাহীন, প্রতিশ্রুতির চেয়ে প্রতিভার ভারে ক্লান্ত—সেই ওসমান দেম্বেলেই এখন ইউরোপের সেরা, বিশ্বের সেরা। সোমবার রাতে প্যারিসের শাতলে থিয়েটারে ঘোষিত হলো ২০২৫ ব্যালন ডি’অরের নাম—আর সেখানে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামালকে হারিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন ফরাসি তারকা।পিএসজির হয়ে গত মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স নিছক দুর্দান্ত নয়, ছিল রূপকথার মতো। কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়ার পর নেতৃত্বের ভার যিনি কাঁধে তুলে নেন, তিনিই দলকে এনে দেন অভূতপূর্ব সাফল্য—লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, সুপার কাপ আর সর্বোপরি বহু প্রতীক্ষিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করে পিএসজি, আর সেই কৃতিত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন দেম্বেলে। মৌসুমজুড়ে ৪৮টি গোল অবদান (৩৪ গোল ও ১৪ অ্যাসিস্ট)—এমন পরিসংখ্যানই তার শ্রেষ্ঠত্ব প্রমাণে যথেষ্ট।এই পুরস্কার জয়ের পথে দেম্বেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার কিশোর সেনসেশন...