বার্সেলোনার লামিন ইয়ামাল, নাকি পিএসজির উসমান দেম্বেলে, প্রশ্নটা ছিল অনেক দিন ধরেই। সে প্রশ্নের জবাব মিলল কিছুক্ষণ আগে। ইয়ামালকে অপেক্ষায় রেখে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলেই জিতলেন ২০২৫ সালের ব্যালন ডি’অর। সোমবার রাতে প্যারিসে থিয়াত্র দু শাতেলেতে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার হাতে নেন তিনি। গেল মৌসুমে কোচ লুইস এনরিকের দলকে নিয়ে দেম্বেলে জিতেছেন ঐতিহাসিক চারটি শিরোপা। যার মধ্যে ক্লাবটির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ও রয়েছে। পুরো মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স ছিল দারুণ। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি গোল করেছেন এবং ১৬টি অ্যাসিস্ট দিয়েছেন। তার নৈপুণ্যে পিএসজি জিতেছে লিগ ওয়ান, কুপ দ্য ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ। চূড়ান্ত ভোটে দেম্বেলে এবং বার্সেলোনার লামিন ইয়ামাল ছিলেন শীর্ষ দুইয়ে। তৃতীয় স্থানে ছিলেন পিএসজির ভিতিনিয়া, এরপর ছিলেন...