কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমার দুই বিঘা জমির কলাবাগানের কলাগাছ মরে যাচ্ছে। আমার মতো অনেকেরই বাগানের কলা ও লেবুগাছ মরে যাচ্ছে, পানের বরজ নষ্ট হয়ে যাচ্ছে।’ গৃহিণী আসমা খাতুন বলেন, ‘রান্না খাওয়া তো বন্ধই। টয়লেটগুলোও পানিতে ডুবে গেছে। আমরা মহিলারা কী যে বিপদে আছি বোঝাতে পারব না। এ ছাড়া নোংরা পানিতে হাঁটাচলা করায় ছেলেমেয়েসহ আমরা চুলকানিসহ...