ঢাকার পাশের চার নদী তুরাগ, টঙ্গীখাল, বালু এবং শীতলক্ষ্যা ঘিরে নতুন পরিকল্পনা নিতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে নদীগুলোর গতিপথ পুনরুদ্ধার করে পানির গুণগতমান বাড়ানো এবং নদীপথের কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি নদী প্রবাহের সুষ্ঠু নিয়ন্ত্রণ, পরিবেশগত অবস্থার উন্নয়ন এবং টেকসই নগর ও ভূমি ব্যবস্থাপনা করা হবে। এজন্য একটি পরিকল্পনা ও প্রকল্প তৈরি করতে প্রস্তুতিমূলক সমীক্ষা করবে পানিসম্পদ মন্ত্রণালয়। এমন লক্ষ্য সামনে রেখে ‘প্রজেক্ট প্রিপারেটরি স্টাডি ফর মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে ব্যয় হবে ১৫ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে তিন কোটি ৫৩ লাখ এবং বৈদেশিক অনুদান থেকে ১১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করা হবে। গত ২১ আগস্ট অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির...