জানা যায়, পলাতক নেতাদের পরিকল্পনায় বেশ কিছু দিন ধরেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে ঝটিকা মিছিল বের করছেন। এটি মূলত করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোভাব বোঝার জন্য। ভেতরে ভেতরে তারা বড় ধরনের নাশকতার ছক নিয়ে তৎপরতা চালাচ্ছেন। সবচেয়ে ভয়াবহ নাশকতার পরিকল্পনা নেওয়া হয়েছে গাজীপুরে। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নেপথ্যে কলকাঠি নাড়ছেন। ইতোমধ্যে তার একটি অডিও বার্তাও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে-শ্রমিক ছাঁটাই, গুজব, বকেয়া বেতন-বোনাসসহ নানা অজুহাতে মাঝেমধ্যেই গাজীপুর উত্তপ্ত হয়ে ওঠে। নানা ইস্যুতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এসব ইস্যু কাজে লাগিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ‘উত্তপ্ত আগুনে ঘি’ ঢালতে পারেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের...