মানবসভ্যতার ইতিহাসে মানুষ নানা বৈচিত্র্যের মধ্য দিয়ে পথ চলেছে। কেউ সুস্থ-সবল শরীর নিয়ে সমাজের মূলধারায় যুক্ত হয়েছেন, আবার কেউ প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে থেকেও জীবনের প্রতিটি ক্ষেত্রে সংগ্রাম করে এগিয়ে গেছেন। প্রতিবন্ধিতা কোনো অপরাধ নয়, এটি মানুষের অস্তিত্বেরই এক বিশেষ বাস্তবতা। জন্মগত কিংবা দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি, দৃষ্টি বা শ্রবণশক্তি হারানো, বাকশক্তি হারানো কিংবা শারীরিক-মানসিক সীমাবদ্ধতায় ভুগতে থাকা মানুষও এই পৃথিবীর সমান অধিকারভুক্ত নাগরিক। তারা আমাদেরই ভাই-বোন, আমাদেরই সন্তান, আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধীদের প্রতি সমাজে অবহেলা, বৈষম্য ও অবজ্ঞার দৃষ্টিভঙ্গি দেখা যায়। শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও সামাজিক জীবনে তারা বারবার বঞ্চিত হন। অথচ তাদের অধিকার সংরক্ষণ করা কেবল মানবিক দায়িত্বই নয়, ধর্মীয় নির্দেশও বটে। মানবতার ধর্ম ইসলাম প্রতিবন্ধীদের সর্বোচ্চ মর্যাদায় স্থান দিয়েছে। নবী করিম (সা.)-এর জীবনাদর্শে প্রতিবন্ধীদের...