সাধারণ মানুষের প্রশ্ন বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে তা আর কমে না। কিন্তু ২০১০ সালের পর শেয়ারবাজার এই ধারণার ব্যতিক্রম। এ বাজারের শেয়ারের দাম দিনের পর দিন কমতে থাকলেও দর বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে না। এ নিয়ে জনসাধারণের মধ্যে কোনো প্রভাব না থাকলেও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রভাব অনেক বেশি। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশগ্রহণ করা ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ৩০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কিছুদিন ভালো থাকার পর সম্প্রতি টানা দরপতন অব্যাহত রয়েছে। কোনো কারণ ছাড়াই টানা পতনের কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। এদিন টাকার অংকে গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর তথ্যমতে, ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে দাম বেড়েছে মাত্র ৪৪টি কোম্পানির, কমেছে ৩০৩টির এবং অপরিবর্তিত আছে ৫০টির। এর...