দেশের প্রথম প্রতিভা অনুসন্ধানমূলক রিয়েলিটি শো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-এর অডিশন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ের এই বাছাইপর্ব চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় অডিশনে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। অডিশন প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত সেদিনের কার্যক্রম অব্যাহত থাকবে। আবেদনকারীদের নির্দিষ্ট তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে জানা যাবে। অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে...