জানতে চাইলে ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির ওই ইন্সপেক্টরের পক্ষে সাফাই গেয়েছেন। জব্দ তালিকার মাধ্যমে আদালতকে কেন অবগত করা হলো না জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু জিনিস আমরা ফ্যামিলিকে বুঝিয়ে দেই। আমাদের সঙ্গে ফ্যামিলি যোগাযোগ করেনি।’ এ ধরনের আসামিরা সংগঠিত হয়ে মিছিল করল কিন্তু গ্রেফতারের পর তার ফোন কেন জব্দ তালিকায় দেখিয়ে পরবর্তীতে ফরেনসিক করা হবে না-জানতে চাইলে ডিসি বলেন, ‘এটা কেন করা হলো না দেখতে হবে।’ উল্লেখ্য, আসামি গ্রেফতার ও তার কাছ থেকে উদ্ধার মালামাল জব্দের বিষয়ে আইনে স্পষ্ট বলা আছে। জব্দ তালিকা ফৌজদারি কার্যবিধি ২০১৮-এর ১০৩(২) ধারা এবং পুলিশ প্রবিধানের ২৮০ বিধান অনুযায়ী প্রস্তুত করা হয়। জব্দ তালিকা তৈরি করার পর যত দ্রুত সম্ভব এটি আদালতে পেশ করতে হবে। এ বিষয়টি স্পষ্ট বলা আছে।...