স্পেন ও বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি আবারও ইতিহাস গড়লেন। ২০২৫ সালের ব্যালন ডি’অর ফেমিনিন পুরস্কার ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি টানা তিনবার এই সম্মান জিতে প্রথম নারী ফুটবলার হিসেবে রেকর্ড স্থাপন করলেন।পুরস্কার ঘোষণার জমকালো আয়োজন সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ মৌসুমে বোনমাতি বার্সেলোনা ও স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ইউরো ২০২৫-এ...