যুক্তরাষ্ট্রের বিরোধিতার মধ্যেই পশ্চিমা দুনিয়ায় ফিলিস্তিনের পালে লেগেছে হাওয়া। দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন এবং ওই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত রবিবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় যুক্ত হওয়ার প্রান্তে আছে ফ্রান্সসহ আরও অন্তত ৫টি দেশ। ফলে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে এই তিন দেশের স্বীকৃতি ফিলিস্তিনিদের প্রতি ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই তিন দেশই ফিলিস্তিনের স্বীকৃতির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশাকে পুনরুজ্জীবিত করার কথা বলেছে। তা ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা ছিল যুক্তরাজ্যের। এরপর দীর্ঘকাল ইসরায়েলের মিত্র হিসেবে ভূমিকা রেখে আসছে লন্ডন। সে কারণে যুক্তরাজ্যের এই স্বীকৃতির বড় ধরনের প্রতীকী তাৎপর্য রয়েছে। এবার ফ্রান্সও যদি ফিলিস্তিন রাষ্ট্রের...