ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। তবে বৈঠক শেষে দলের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বৈঠকে আলোচিত বিষয়গুলো ইইউর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে পাঠানো হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আট সদস্যের ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দল ইসি ভবনে আসে। সিনিয়র নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরির নেতৃত্বে দলটি প্রথমে ইসির যুগ্ম সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি টিমের সঙ্গে বৈঠকে বসে। পরে তারা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইইউ দল ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের আগে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ এবং...