খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় শেখ সাইফুল ইসলাম (৩৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, ‘টাকা না দেওয়ায়’ হাসপাতালের ক্লিনার অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে। মৃত সাইফুল খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে। এ ঘটনায় রোগীর স্বজন ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, কিডনির জটিলতা নিয়ে ২০ সেপ্টেম্বর সকালে সাইফুলকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যা থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা অক্সিজেনের জন্য ছোটাছুটি শুরু করেন। অনেক চেষ্টায় রাত ১টার পর অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু পরদিন রোববার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) আ. জব্বার গিয়ে সিলিন্ডারটি খুলে নিয়ে পাশের রোগীকে দেন। এর ১৫-২০ মিনিটের মধ্যেই সাইফুল মারা যান।...