ইয়াবা-সংশ্লিষ্টতায় বিজিবি কক্সবাজারের সাবেক কমান্ডিং অফিসারের বিচার শুরু একটি সংবাদ প্রতিবেদনকে ভিত্তি করে সামরিক আদালতে (কোর্ট মার্শাল) কক্সবাজার ৩৪ বিজিবির সাবেক কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারুক হোসেন খানের বিচার কার্যক্রম শুরু হয়েছে। রামু ক্যান্টনমেন্টে এই বিচার চলছে। যুগান্তরে ইয়াবা-সংশ্লিষ্টতা ও দুর্নীতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই বিচার শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বিবেচনায় নিয়ে এমন বিচার এটাই প্রথম বলে জানা যায়। গত ২৫ এপ্রিল যুগান্তরের প্রথম পাতায় ‘কক্সবাজারে বিজিবি সিও’র ইয়াবা ভাগাভাগি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে লে. কর্নেল ফারুক খানের ইয়াবা চোরাচালান ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার বিস্তর তথ্য প্রকাশিত হয়। সেনা সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে রামু ক্যান্টনমেন্টে শুরু হয়েছে এই বিশেষ কোর্ট মার্শাল। বিচারক হিসাবে চারজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা...