ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করার মাধ্যমে দ্বীনের বিজয় তরান্বিত করতে নারী সমাজকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে নারীদের ঘরে বসে থাকলে চলবে না বরং ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে নারী অঙ্গনে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টের কনভেনশন হলে কাফরুল-মিরপুর জোন জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনের মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। সমাবেশে...