বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ডের শেষ সভা সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় বিপিএল আয়োজন, বোর্ড নির্বাচন এবং আর্থিক সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সভা রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী তিন আসরের বিপিএলের আয়োজন আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির মাধ্যমে সম্পন্ন হবে। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, প্রথম কিক-অফ মিটিং ইতিমধ্যেই হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। তিনি বলেন, আমরা আইএমজিকে দায়িত্ব দিয়েছি, তবে চুক্তি এখনো আলোচনার মধ্যে রয়েছে। সভায় বিপিএলের খেলাপারীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। মোট ১৮টি দল বা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সালিশ প্রক্রিয়া চলছে এবং মোট বকেয়া অর্থ প্রায় ৪০ কোটি টাকা। মিঠু জানান, যেসব দলের...