পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রনি শেখ নামে এক যুবক। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রনি শেখ (৩৩) ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার শেখ রহমতের ছেলে । ছুরিকাঘাতে আহত হলেন- রাজবাড়ীর কালুখালী থানার গড়িয়ানা এলাকার হাকিম মোল্লার মেয়ে বৃষ্টি আক্তার (২৭)। তিনি রনি শেখের সাবেক স্ত্রী। তারা দুজনই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে পারিবারিক কলহের জেরে স্বামী রনি শেখকে তালাক দেন বৃষ্টি আক্তার। এরপর তিনি বাইমাইল পুকুরপাড় এলাকায় আলাদা একটি বাড়িতে ভাড়া থাকতেন। তালাক হয়ে যাওয়ার পরও বৃষ্টি আক্তারের ভাড়া বাসায় রনি যাওয়া আসা করতেন। সোমবার সকালে ওই বাসায় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রনি শেখ ক্ষিপ্ত...