অপেক্ষিতই ছিল পুরস্কারটি। যেই মৌসুমে সবকিছু জিতেছেন, সেই মৌসুমের শেষে ব্যালন ডি’অরের মঞ্চে বিশ্বসেরা কোচ হিসেবে স্বীকৃতি পেলেন লুইস এনরিকে। ফরাসি জায়ান্ট পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপের মুকুট এনে দেওয়া এই স্প্যানিশ কোচ পেলেন মর্যাদাপূর্ণ জোহান ক্রুইফ অ্যাওয়ার্ড।পিএসজির হয়ে এক মৌসুমে চারটি ট্রফি—ফ্রেঞ্চ সুপার কাপ, লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ আর সর্বোপরি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতেন এনরিকে। বিশেষ করে ইন্টার মিলানের বিপক্ষে ৫–০ ব্যবধানে জেতা ফাইনাল তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। শেষ পর্যন্ত ভোটে তিনি পিছনে ফেলেছেন আন্তোনিও কন্তে (নাপোলি), হ্যান্সি ফ্লিক (বার্সেলোনা), আর্নে স্লট (লিভারপুল) এবং এনজো মোরেসকা (চেলসি)-কে।তবে মঞ্চে উপস্থিত থাকতে পারেননি এনরিকে। ঝড়ের কারণে স্থগিত হওয়া লিগ ম্যাচ—মার্সেই বনাম পিএসজি—ছিল তার অগ্রাধিকার। ফরাসি সংবাদমাধ্যম ল’কিপ জানিয়েছে, খেলাটি না হলেও এনরিকে যেতেন না, কারণ তিনি ব্যক্তিগত পুরস্কার নিয়ে বরাবরই সংশয়ে...