পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার জামাল উদ্দিন (৩৬) জামায়াতে ইসলামীর কর্মী নয় বলে দাবি করেছে দলটি। একইসঙ্গে জামাল উদ্দিন জামায়াতের কর্মী বলে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে, সেটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের জামাল উদ্দিনকে গতকাল রবিবার ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে জামাল উদ্দিন জামায়াতে ইসলামীর কর্মী, যা সত্য নয়। তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনও রকম সম্পর্ক নেই।’ জামাল উদ্দিন গত বছরের ৩ নভেম্বর জামায়াতের কর্মী হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তীতে বিভিন্ন রকম চারিত্রিক ত্রুটির কারণে...