ব্যালন ডি’অরেসেরা ক্লাবের পুরস্কারজেতার কয়েক ঘণ্টার মধ্যেই লিগে হোঁচট খেল প্যারিস সেন্ট জার্মেইঁ (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানে ‘লে ক্লাসিকো’তে তাদের ১-০ গোলে হারিয়েছে মার্শেই। মার্সেইয়ের মাঠে সোমবার অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে শুরুতেই। ম্যাচের পঞ্চম মিনিটে ম্যাসন গ্রিনউডের ক্রস ভুলভাবে বিচার করেন পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়ের। সেই সুযোগে মাথা ছুঁইয়ে গোল করেন নাইয়েফ আগেরদ। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পরে সমতায় ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালায় পিএসজি। হাকিমির শট দারুণভাবে ঠেকান মার্সেই গোলরক্ষক জেরোনিমো রুলি। আর গনসালো রামোসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট...