রাতভর বৃষ্টির পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসগুলো চকমক করছে, তার ওপরই ধূসর স্যুট গায়ে অফিশিয়াল ফটোসেশন বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সবার হাসিমুখ, তবে বিশ্বকাপ থেকে ফেরার সময় এই হাসিটা নাও থাকতে পারে জ্যোতি-মারুফাদের মুখে। অপর্যাপ্ত প্রস্তুতি আর সামনে প্রবল প্রতিপক্ষ; এই হচ্ছে নারীদের বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের বাস্তবতা। তবে স্বপ্ন দেখতে যেহেতু দোষ নেই, তাই বাস্তবতা জেনেও তাদের চোখে এক আকাশ স্বপ্ন। বাংলাদেশ জাতীয় দলের অভিষেক টেস্টে কোচ ছিলেন সারওয়ার ইমরান। এবার নারী দলের কোচের দায়িত্বে তিনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে ইমরান মেনে নিয়েছেন সত্যি কথাটাই, ‘আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। দুটো দলের বিপক্ষে আমাদের ৫০-৫০ সুযোগ, পাকিস্তান আর শ্রীলঙ্কা। এর বাইরে অন্য যে দলগুলো আছে, আমরা কাউকে বড় করে...