২০২৫ সালের ব্যালন ডি’অর আসরে বিশ্বের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াসিন ট্রফি’ জিতলেন জিয়ানলুইজি দোন্নারুমা। এ দিয়ে এমিলিয়ানো মার্তিনেজের দুই বছরের আধিপত্য ভেঙে দিলেন ইতালিয়ান তারকা। প্যারিস সেন্ট জার্মেইঁকে (পিএসজি) এক মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ, ট্রফি দে চ্যাম্পিয়নস আর ফ্রেঞ্চ কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন দোন্নারুমা। গোলপোস্টে ৪৩ ম্যাচে দাঁড়িয়ে ১৭টি ক্লিন শিট করেন তিনি। সেই পারফরম্যান্সই তাকে দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি এনে দিয়েছে। এর আগে ২০২১ সালে ইউরো জয়ের নায়ক হয়ে একই সম্মান জিতেছিলেন। তবে মৌসুম শেষে পিএসজিতে লুইস এনরিকের পরিকল্পনায় জায়গা না হওয়ায়...