২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশনের সাথে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা নির্বাচনের আচরণবিধি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী পূর্ণিমা রানী দাস ডোপ টেস্ট সম্পর্কে প্রশ্ন করে বলেন, “ডোপ টেস্টের নমুনা দিতে গিয়ে অনেক প্রার্থীকে ধূমপান করতে আমি নিজ চোখে দেখেছি। ডোপ টেস্ট আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেটি আমাদের জানার প্রশ্ন।” ২০১৯-২৯ শিক্ষারর্ষের অন্য এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী শহরে থাকে। তাদের জন্য শহরে আলাদা বুথের ব্যবস্থা করা যায় কিনা?” শিক্ষার্থীদের এসব প্রশ্নের জবাবে চাকসু নির্বাচনের কমিশনার অধ্যাপক ড. আমির নসরুল্লাহ...