২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এলডিসি (Least Developed Countries) থেকে উত্তরণে সরকার ও ব্যবসায়ী সংগঠনের মধ্যে বেশ টানাপোড়ান লক্ষ করা যাচ্ছে। সরকার বলছে আমরা এলডিসি থেকে উত্তরণ পেছাবো না অর্থাৎ ২০২৬ সালের যথাসময়ে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে। বিপরীত দিকে সংগঠনগুলো বলছে, এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতির যথেষ্ট ঘাটতি রয়েছে। সুতরাং, এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের জন্য আত্মঘাতী। এখন প্রশ্ন হলো, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য কতটা যৌক্তিক? ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর গত পাঁচ দশকে সব মিলিয়ে আটটি দেশের এলডিসি থেকে উত্তরণ হয়েছে। উত্তরিত আটটি দেশ হতে একটু অভিজ্ঞতা নেয়া যেতে পারে, ওই সমস্ত রাষ্ট্রের কখন এলডিসি থেকে উত্তরণ হয়েছে, উত্তরণের ফলে বর্তমান অবস্থা এবং উত্তরণের পর পরেই তাদের কী অবস্থা হয়েছিল।...