২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। চরাঞ্চলের দুর্গত মানুষদের জীবন রক্ষায় এমনই মানবিক উদ্যোগ হিসেবে চালু হলো স্পিডবোট সেবা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বহু এলাকা দীর্ঘদিন ধরেই নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত। চারদিকে পানি, ঘরবাড়ি নিমজ্জিত এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দ্রুত যাতায়াত ও চিকিৎসা সেবার জন্য ছিল প্রবল চাহিদা। সেই চাহিদার বাস্তব প্রতিফলন ঘটল গোদাগাড়ীতে স্পিডবোট সেবা চালুর মাধ্যমে। গত রোববার বিকেল ৪টায় গোদাগাড়ী মডেল থানা ঘাটে পরীক্ষামূলকভাবে বোটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উদ্বোধনী যাত্রায় গোদাগাড়ী থানা ঘাট থেকে বোটটি হাটপাড়া ও রেলবাজার ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার নৌপথ অতিক্রম করে। এ সময় নদীর তীরে...