২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী সাবেক ইউসিবি পিএলসি’র চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার দুদকের উপ-সহকারি পরিচালক মো: সজীব আহমেদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র ফরেন এক্সচেঞ্জ শাখার গ্রাহক প্রতিষ্ঠান বেস্ট সার্ভিসেস লিমিটেড (বর্তমানে আইকনক্স সার্ভিসেস লিমিটেড)’র চেয়ারম্যান আমিন আহম্মেদ ও ব্যবস্থাপনা পরিচালক উম্মে কুলসুমের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে, চাপ প্রয়োগ করে ৬০ কোটি টাকা ঘুষ গ্রহণ করেন্ অনুসন্ধানে উঠে আসে, আসামিরা ব্যাংকের ঋণ অনুমোদন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে অর্থ স্থানান্তর, নগদ উত্তোলন এবং বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে...