২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম অন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে সাংবাদিকদের অনেক সহযোগিতা পেয়েছি। তারা ধর্ম মন্ত্রণালয়ের সংবাদগুলো সঠিকভাবে প্রচার করছেন বলেই আমরা ভালো কাজ করতে আরো উৎসাহ পাচ্ছি। গত হজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমের ধর্ম বিটের রিপোর্টারদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এর নবনির্বাচিত নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে ধর্ম উপদেষ্টা আরআরএফ এর নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, ধর্মসচিব এ. কে....