শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং তাদের উজ্জীবিত করতে রাজধানীতে বৃহৎ শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামী মাসে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।রোববার (২১ সেপ্টেম্বর) ও সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, বেসিক ইউনিয়নের কর্মকর্তা, জাতীয় পর্যায়ের সিবিএ প্রতিনিধি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাদের দীর্ঘ যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।শ্রমিক দল সূত্রে এ তথ্য জানা গেছে।সভায় বাংলাদেশের শ্রমিক ও শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের ঐক্য বজায় রেখে সব ধরনের বিশৃঙ্খলা রোধ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অশুভ তৎপরতা কঠোর হস্তে দমন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ...