নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে সোমবার দুপুরে ‘স্বাগত’ ও ‘প্রতিরোধ’ সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করে কম্যুনিটিতে। যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে।একই সময়ে তুমুল বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো। পরস্পরবিরোধী কর্মসূচিতে হাজারো প্রবাসীর সমাগম ঘটানোর সংকল্প ব্যক্ত করা হয়েছে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উভয় পক্ষের প্রস্তুতি সভায়।উল্লেখ্য, আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বোস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে নিউইয়র্কে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শান্তিপূর্ণভাবে ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও...