বেসরকারি প্রিমিয়ার ব্যাংকে থাকা হিসাব থেকে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যদের ২৮৭ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা আটকে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) । প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় ডা. ইকবাল ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রিমিয়ার প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি, প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট, ইকবাল সেন্টার, প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি ও বুখারা রেস্টুরেন্টের বিভিন্ন হিসাবে জমা থাকা অর্থ তুলে নিতে বেসরকারি কয়েকটি ব্যাংকে চেক জমা দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, অন্য কোনো ব্যাংকে চেক জমা হলে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের মাধ্যমে স্বাক্ষর ও টাকার পরিমাণ যাচাই করে ছাড় করা হয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংকে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর হিসাব ব্যবহার করা হয়। পরবর্তীতে একই কার্যদিবসে তা চূড়ান্তভাবে দুই ব্যাংকের মধ্যে হিসাব-টু-হিসাব নিষ্পত্তি করা...