পুঁজিবাজারে বিনিয়োগ থেকে গত ২০২৪-২৫ অর্থবছরে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা করেছে– এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চেয়ে স্টক এক্সচেঞ্জের কাছে চিঠি দেয় বিএসইসি। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য নির্বাচনী তারিখ ঘোষণার পর বাজারে বিনিয়োগকারীদের মধ্যে গতি ফিরে আসছিল কিন্তু এনবিআরের চিঠি বাজারে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ৫টি ব্যাংক একীভূতকরণ এবং ৯টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের ঘোষণা এবং চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে দূরত্ব তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট দেখা দিয়েছে। এতে করে সূচকের টানা পতন ও লেনদেন প্রতিনিয়ত কমতে শুরু করেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ১০ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৫ পয়েন্ট কমেছে। গত ৭ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৬৩৬ পয়েন্ট, গত রোববার (২১...