২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে সাধারণ মানুষকে উত্তেজিত করে মব সৃষ্টির মাধ্যমে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে। হোমনা থানা পুলিশ সোমবার বেলা ১১টার দিকে আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন। এর আগে রোববার আরো দুই ব্যক্তিকে একই গ্রাম থেকে আটক করা হয়। মাজারে হামলার ঘটনায় আটকের সংখ্যা চারে দাঁড়িয়েছে। গতকাল সোমবার হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটকের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মীর হোসেন ইনকিলাবকে জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ ছাড়াও তদন্তের আলোকে সোমবার বেলা ১১টার দিকে আসাদপুর গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ওই গ্রামের মৃত সোলায়মান...