২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে আরো গতিশীল করতে জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পদে শিগগির রদবদল আসছে। জাতিসংঘের অধিবেশন থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই জনপ্রশাসন সচিব পদে নিয়োগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করা হবে। তবে এবার গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জনপ্রশাসন সচিব পদে একজন দক্ষ, মেধাবী ও জনপ্রশাসন সম্পর্কে অভিজ্ঞ সিনিয়র কর্মকর্তাকে নিয়োগ দেয়া প্রক্রিয়া হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মকর্তাদের পদায়নে গুরুত্ব দেওয়া হবে। ইতোমধ্যে গত রোববার অনিয়ম, দুর্নীতি এবং জামায়াতের পক্ষে দলবাজির অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে দেয়া হয়েছে। জানতে চাইলে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ একেএম আব্দুল আউয়াল মজুমদার ইনকিলাবকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় হলো সরকারের মেরুদন্ড।...