২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ও বিভক্তি তৈরি হয়েছে। শিক্ষক–কর্মকর্তা কর্মচারীদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে ভোট আয়োজন নিয়ে শিক্ষার্থী সংগঠনগুলো দ্বিমত পোষণ করে। এ অবস্থায় ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রাতে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাটডাউনের কারণে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন আয়োজনের স্বার্থে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে চারটি স্বতন্ত্র প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র্যাডিকাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ ও ইউনাইটেড ফর রাইটস ঘোষণা দেয়, শাটডাউনের সময় ভোট গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য...