২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম অবশেষে দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন খুলনার পাইকগাছার বিএনপি নেতা মোশাররফ হোসেন (৪৪)। তিনি গত বৃহস্পতিবার গভীর রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকাল ৩টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে রোববার তার লাশ গ্রামের বাড়ি চাঁদপুর নেয়া হয় বলে তার পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। মোশাররফ পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ড বাতিখালী গ্রামের কাজী কামাল উদ্দিন এর ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। মোশাররফ পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির বর্তমান কমিটির সহ-সভাপতি এবং ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক। এদিকে তার মৃত্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক বক্তব্য আসায় বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়। কেউ কেউ মোশাররফের ব্যাপারে...