২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঢাকা-ময়মনসিংহ (টাঙ্গাইল) মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুর অংশে বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) ফ্লাইওভার থাকলেও নিচের অংশ একেবারে বেহাল দশা। খানাখন্দে ভরা নিচের অংশে হেলেদুলে চলে যানবাহন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় এই মহাসড়ক। সৃষ্টি হয় যানজট। বেহাল সড়কে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দেশের উত্তরাঞ্চলের ১৮টি জেলা এবং ময়মনসিংহ-টাঙ্গাইল থেকে রাজধানীতে ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ পথ আবদুল্লাহপুর মহাসড়কের এই অংশে চারটি লেনের সব কটিই বেহাল। আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেট থেকে মোড় হয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের হোয়াইট প্যালেস হোটেল পর্যন্ত পুরো সড়কেই খানাখন্দ, ভাঙাচোরা। চার লেনের মধ্যে একটি দিয়ে কোনো রকমে ধীরগতিতে সারি ধরে চলে যানবাহন। গর্তে কোনো যান আটকে গেলে, বেশি...