২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ, বাহাদুরপুর ও আশপাশের এলাকায় পদ্মা নদীর ভাঙনে ফসলি জমি, পান বরজ এবং হিন্দু সম্প্রদায়ের একমাত্র শ্মশানঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি, রায়টা-মহিষকুন্ডি বেড়িবাঁধও রয়েছে সরাসরি হুমকির মুখে, ভাঙনকবলিত স্থান থেকে যার দূরত্ব এখন ৫০ মিটারেরও কম। ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর, হাটখোলাপাড়া এবং বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি ও মাধবপুরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন দেখা দিয়েছে। এতে শতাধিক পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ৫ হাজার পিলি পান বরজ পদ্মার গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের মতে, শুধু পান বরজই নয়, এলাকার বহু ঘরবাড়ি ও স্থাপনাও হুমকির মুখে রয়েছে। মাধবপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একমাত্র শ্মশানঘাটটিও নদীতে বিলীন হয়ে গেছে। এতে শোকাহত হয়ে পড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় পানচাষি হাসান...