২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম পতিত ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের কাহিনী কল্পনাকেও হার মানিয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যে বিশ্বের নয়টি দেশে পাচার করা অর্থে তার বিশাল সব সাম্রাজ্যে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারে তাকে সরাসরি যারা সহযোগিতা করেছেন তাদের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ করে দিয়েছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাংলাদেশ থেকে দুবাই ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারে এজেন্ট হিসেবে কাজ করা উৎপল পাল ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজ গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে চাঞ্চল্যকর দিয়েছেন। চট্টগ্রাম...