২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাণিজ্যিক মামলা নিষ্পত্তির লক্ষ্যে সারাদেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত (স্পেশাল কোর্ট) গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবটি পাঠানো হয়। গতকাল সুপ্রিমকোর্ট প্রশাসন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাণিজ্যিক বিরোধসমূহ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির মাধ্যমে বিনিয়োগ পরিবেশকে আরো গতিশীল ও স্বচ্ছ করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ আশা করছে, বিশেষায়িত এ আদালতের মাধ্যমে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। প্রেরিত প্রস্তাবে ব্যবসায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বণিকদের সাধারণ লেনদেন থেকে শুরু করে আমদানি-রফতানি কার্যক্রম, বিমান ও নৌপরিবহন, নির্মাণ ও অবকাঠামোগত প্রকল্প, ফ্র্যাঞ্চাইজ চুক্তি, বিতরণ ও লাইসেন্সিং, প্রযুক্তিগত উন্নয়ন, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, শিল্প...