২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম রংপুর সিটি কর্পোরেশনে অটো রিক্সার লাইসেন্স নিয়ে দুর্নীতির রিপোর্ট প্রকাশের জেরে রংপুরের এক সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে মারধর ও জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টার ঘটনায় জড়িতদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে করে স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার স্থানীয় সাংবাদিকরা নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। জানা গেছে, গত রংপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের রংপুর সংবাদদাতা গত ১৭ সেপ্টেম্বর রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স বাণিজ্য নিয়ে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়তারা’ শিরোনামে দৈনিক সংবাদে রিপোর্ট প্রকাশ করেন। এর জের ধরে জুলাই যোদ্ধা পরিচয় দানকারী রকি নামে এক যুবকের নেতৃত্বে ৭-৮ জন যুবক গত রোববার...